রাজশাহীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কুমারপাড়া রাইডার্স ও বাংলা ট্র্যাকের জয়

আব্দুল্লাহ আল মারুফ:

রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে কুমারপাড়া রাইডার্স ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী।

আজ শনিবার রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কুমারপাড়া রাইডার্স সুপার ওভারে পরাজিত করে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদকে।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ। দলের পক্ষে মোহাম্মাদ সান সর্বোচ্চ ৪১ রান করেন। ১৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমারপাড়া রাইডার্সও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। দলের পক্ষে রাকিবুল সর্বোচ্চ ৪৮ রান করেন।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে কুমারপাড়া রাইডার্স শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সামনে ১৩ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দেয়। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ মাত্র ৪ রানে গুটিয়ে গেলে ৮ রানের জয় পায় কুমারপাড়া রাইডার্স

May be an image of 5 people and people standing

কুমারপাড়া রাইডার্সের রকিবুল ম্যাচসেরা নির্বাচিত হন।

একই ভেন্যুতে এমএস এ্যাভেঞ্জার্স ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমীর মধ্যে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রকির ৭৯ ও শুভ্রর ৫৮ রানে ভর করে ১৯৪ রান তোলে এমএস এ্যাভেঞ্জার্স! ১৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাব্বিরের অপরাজিত ১১৫ রানে ভর করে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমীও ১৯৪ রান তুলতে সক্ষম হলে দিনের প্রথম ম্যাচের মত এ ম্যাচটিও গড়ায় সুপার ওভারে!

সুপার ওভারে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী ১১ রান তোলে। ১২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এমএস এ্যাভেঞ্জার্স ৯ রান তুলতে সক্ষম হলে ২ রানের জয় পায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী।

অপরাজিত ১১৫ রানের পাশাপাশি সুপার ওভারের সব রান করে ম্যাচসেরা নির্বাচিত হন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান রোমান।