রাজশাহীতে ফেসবুক গ্রুপের মাধ্যমে সমাজ কল্যাণের কাজে নারীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ফুটপাতের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন নারীদের রাজশাহী কুল গার্লস নামের ফেসবুক গ্রুপ। শুক্রবার রাত ১০ টায় নগরীর রাজশাহীর স্টেশন, দরগাপাড়া, ঘোড়ামারা পোস্ট অফিস এলাকায় সকলে ঘুরে ঘুরে রাস্তার ফুটপাতে থাকা অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা।

গ্রুপের এডমিন মেকাপ আর্টিস্ট করবি জামান, অনার্স প্রথম বর্ষের ছাত্রী আলিশ প্রিয়াংকা ও তৃপ্তি একজন গৃহনী এই তিনজনের উদ্যোগে এবং গ্রুপের সকল সদস্যদের সহযোগিতায় কম্বল বিতরণের আয়োজন করা হয়।

গ্রুপের এডমিন করবি জামান সিল্কসিটি নিউজকে বলেন, “এই শীতে আমরা চেয়েছি অসহায় শীতার্তদের পাশে দাড়াতে। অন্যান্য গ্রুপের কিছু কাজ দেখে আমরা উৎসাহিত হই এবং সিদ্ধান্ত নেই কম্বল বিতরণের। আমাদের গ্রুপের অনেকেই সহযোগিতা করেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।”

আরও একজন এডমিন আলিশ প্রিয়াংকা বলেন, “আমরা সবসময় চেয়েছি আমাদের গ্রুপের মাধ্যমে জানি মানুষের উপকার হয় তাই এই পদক্ষেপ নেওয়া। আমরা চাই আামাদের দেখে জানো আরও মানুষ এগিয়ে আসে যেমন আমরা অন্যদের দেখে এগিয়ে এসেছি।”

এছাড়াও এডমিন তৃপ্তি জানান, “এভাবেই সকলের পাশে থাকার চেষ্টা করবো আমরা। নারীরাও যে সমাজের উন্নতি করতে পারে তা আমাদের রাজশাহী কুল গার্লস গ্রুপ সহ অন্যান্য সকল গার্লস গ্রুপ আজ জানিয়ে দিচ্ছে সকলকে। সামনেও আমরা অসহায় মানুষের পাশে দাড়াবো।”

নারীদের এমন পদক্ষেপ রাজশাহীকে আরও সন্মানের পথে নিয়ে যাচ্ছে। নারীরা আজ সোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সমাজ কল্যানের কাজে অংশগ্রহন করে উন্নতি ঘটাচ্ছে।