রাজশাহীতে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

‘গাছে গাছে ভরবো দেশ, বাঁচবে তবে পরিবেশ’ এই স্লোগানকে সামানে নিয়ে রাজশাহীতে কুসুমকানন অঞ্চলের রক্তজবা ও নাইটকুইন আসরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে জাতীয় শিশুকিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর। সোমবার এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ফুল, ফল ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও পরিবেশের ভারসাম্য রক্ষার সচেতনতা জাগ্রত করতে সংগঠনটি প্রতি বছর এধরণের কর্মসূচি পালন করে আসছে। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০০টি গাছ বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দ আর উল্লাস দেখা যায়।

এই বৃক্ষরোপন কর্মসূচীর ব্যবস্থাপনায় ছিলেন কুসুমকাননের অঞ্চলিক পরিচালক মোসাদ্দেকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আসরের তথ্য-প্রযুক্তি সম্পাদক রুহুল আমিন রিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি হাই মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম এবং রাজশাহী মহানগরীর পরিচালক ও কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য রবিউল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন শাখার সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, আঞ্চলিক সংগঠক ফিরোজ শাকিল।