রাজশাহীতে প্রতিমা বিসর্জনের ঘাটগুলোতে সিসিটিভি

নিজস্ব প্রতিবেদক:

আরএমপির পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেছেন, বিজয়া দশমির দিনে প্রতিমা বিসর্জনের প্রতিটি ঘাট সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যারা প্রতিমা বিসর্জন দিবেন তাদের প্রতি আহ্বান রাত ৮টার মধ্যেই যেন সব প্রতিমা বিসর্জন দেয়া শেষ করেন।

গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়ায় অবস্থিত তারাসংঘ পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পুলিশ কমিশনার। এর পুলিশ কমিশনার নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক দাস, সাধারণ সম্পাদক শরৎচন্দ্র সরকার ও পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য কার্তিক হালদার।

এসময় পুলিশ কমিশনার আরো বলেন, এখন পর্যন্ত নগরীতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্র্যরে মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা ম-পগুলো সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

স/আ