রাজশাহীতে পেনশনের টাকার জন্য দীর্ঘক্ষণ লাইনে প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক:

রিটার্ডপার্সনদের পেনশনের টাকা নিতে আসা ব্যক্তিদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রাখার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক রেলওয়ে কমপ্লেক্স শাখার বিরুদ্ধে। সোমবার বেলা ১১টার দিকে এনিয়ে বাকবিতন্ডা হয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে।

জানা গেছে, সোনালী ব্যাংকের এই শাখায় বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের টাকা রয়েছে। তারা প্রতিমাসে তাদের নির্ধারিত টাকা এই শাখা থেকে তোলেন। তবে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক শামিমা আক্তার তার কর্মচারীদের দিয়ে পেনশন প্রাপ্তদের বইগুলো আগে নেন না। এছাড়া দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখেন।

পেনশনের টাকা নিয়ে আসা আজমত আলী, নাজিম উদ্দীন ও মীর মোরশেদ জানায়, তারা সকাল ১০ টাকা থেকে লাইনে দাঁড়িয়ে আছে তারা। ১১টা বাজালেও তাদের টাকা দিতে শুরু করা হয়নি। ফলে পেনশন নিতে আসছে অনেকেই আগের অসুস্থ্যরা লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট পাচ্ছেন।

তারা আরো বলেন, আগের ব্যবস্থাপকের সময় লাইনে দাঁড়ানোদের বই কর্মচারীদের মাধ্যমে নিতেন। এতে করে খুব দ্রুততার সঙ্গে দিতেন।

জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক শামিমা আক্তার বলেন, আমাদের কর্মী সঙ্কট। এছাড়া তাদের বই নিয়ে নিলে ডাকার পরে অনেক সময় পাওয়া যায় না। এর ফলে এক কাজ দুইবার করতে হয়। তাই তারা বইগুলো নিচ্ছে না।

স/শা