রাজশাহীতে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, সন্দেভাজন আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি। এ সময় ওই পুলিশ সদস্যের হাত থেকে একটি হেলমেট নিয়ে পালিয়ে যায় হামলাকারী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ভাটাপাড়া এলাকার ট্রাফিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

পরে সন্ধ্যার দিকে সন্দেভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। নগরীর ছোট বনগ্রাম এলাকার আব্দুর রশীদের ছেলে।

আহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল জয় রাম কুমার। তিনি রাজশাহী পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছিলেন।

পরে তাকে উদ্ধার করে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কনস্টেবল জয় রাম কুমারের মাথার পিছনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তবে ওই ব্যক্তি দুর্বৃত্ত বলে দাবি করেছেন রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান।

জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত জানান, ট্রাফিক অফিসের পাশে ভেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোষ্ট বসায়। সেখানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সে মোটরসাইকেলটি কনস্টেবল জয় কুমার ট্রাফিক অফিসে নিয়ে যায়। অফিসের ভিতর মোটরসাইকেলটি রাখার পর বের হলে এক ব্যক্তি জয় কুমারকে হাসুয়া দিয়ে কোপ দিয়ে জখম করে। এর পর তার কাছ থেকে লাল রঙ্গের একটি হেলমেট কেড়ে নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে এটি দুর্বৃত্তদের হামলা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলছেন, রাজশাহী ট্রাফিক পুলিশের দপ্তরে একজন দুর্বৃত্ত এক কনস্টেবলকে জখম করে আহত করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে এই ব্যক্তিই হামলাকারী কি না, তা নিশ্চিত নয় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স/আর