রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির কর্মীসহ আটক ৪১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাত ৯টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত মহানগরীর চার থানা এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মহানগরীর চার থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে তাদের আটক করা হয়।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
তিনি জানান, বিশেষ অভিযানে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ২৩ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৩ জন, শাহ মখদুম থানা ৪ জন এবং মহানগর ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।
এদের মধ্যে ১৬ জন জামায়াত-শিবিরের কর্মী, ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৮ জন মাদকসেবী ও বিভিন্ন মামলার পলাতক আসামি ছিল।
তিনি আরও জানান, অভিযানে ৮০ লিটার চোলাই মদ ও ২৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের দুপুরে বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স/মি