রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫০, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য। বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১৭ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৬ জন, ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ ইসতিয়াক উদ্দীন সরকার ওরফে ইসা(২২)কে ৫৫পিস ইয়াবাসহ, সজল(২৬) কে ১০ পিস ইয়াবাসহ এবং মহিন(১৯) কে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ সোহারা আহম্মেদ(২৮) কে ৩ গ্রাম হেরোইনসহ, মারুফ নাঈম সৈকত(২৩) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।
শাহমখদুম থানা পুলিশ শাহীন আলী(২২) কে ১৩ পিস ইয়াবাসহ, রেজাউল(৫০) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে।
ডিবি পুলিশ মহিরুল ফকির(২৭) কে ১৫ পিস ইয়াবাসহ, তানজিলা বেওয়া ওরফে চম্পা(৪৮)কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে।

তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
স/শ