শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে ৫৪ জন আটক

Paris
আগস্ট ৫, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে পুলিশের অভিযানে ৫৪জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। রাজশাহী  মহানগর ও জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নগর পুলিশ জানায়,  রাজশাহী মহানগর পুলিশের অভিযানে  ১৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা ১ জন ও কর্ণহার থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এদিকে জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে  ৪১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৮ জন, মোহনপুর থানা ৫ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট থানা ৫ জন ও বাঘা থানা ৭ জনকে আটক করে। যার মধ্যে ৩১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর