নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে পিকনিকে মাদকদ্রব্য বিক্রির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ শনিবার (১৩ মার্চ) সকালে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



পুলিশ জানায়- গতকাল শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ৮ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযোন চালায়। এসময় পিকনিকে মাদক ক্রয়-বিক্রির দায়ে হড়গ্রাম পূর্বপাড়ার আকাশ ওরফে আক্কার স্ত্রী মোসা. কাকুলী (২০) ও একই গ্রামের মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেনকে (৪৫) আটক করা হয়। এসময় তাদের থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর একটি অভিয়ানে গোয়েন্দা পুলিশ হড়গ্রাম পূর্বপাড়ার রাজশাহী কমিউনিটি সেন্টার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করা হয়। এসময় হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের আ. মজিদের ছেলে মাসুদ রানা (৩২) ও তার স্ত্রী মোসা. ফিরোজা বেগমকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

স/আ