রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় নিহত ২, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এ তথ্য জানা যায়।

রবিবার সারাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা ঘটে। এতে দুই জন আওয়ামীলীগ নেতা নিহত হয়  এবং আহত হয় আরও শতাধিক।

বিকেল ৫ টা পর্যন্ত আহত অবস্থায় ৪৪জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন,দুর্গাপুরের  জেসমিন(৩২), মনির(২৯),আফসার আলী(৬০), আরিফৃল(২২), রজুফা(৩২),

নগরীর সপুরা এলাকার বেলাল(২৭), শালবাগান এলাকার জনি(২৫),রনি(৩৬), সুজানগর এলাকার আনছার(৩৫), চন্দ্রিমা এলাকার মনিরুজ্জামান(৫৫),কাশিয়াডাঙ্গা এলাকার তারা(৩০), বোয়ালিয়াপাড়া এলাকার বেলাল(২৮),কর্ণহারের শরিফাছড়ি এলাকার এরশাদ আলী(৩৮),ধরমপুর এলাকার রাজিব(২৮), আলমগীর হোসেন(৪০)।

মোহনপুরের মিলন (২৭),হযরত আলী (৩০),মিজানুর রহমান(৩৩),পুঠিয়ার সাইফুল ইসলাম (৩২), সিয়াম(১৮),বড়গাছির আবুল কালাম আজাদ(৪৫)।

চাঁপাই নবাবগঞ্জের মুজিবুর(৫০),শিবগঞ্জের বাবুপুরের আমিনুল(৪৫),উজিপুরের আমিরুল(৪৫),কালিগঞ্জ এলাকার হারুন(২৪)।

গোদাগাড়ীর নজরুল ইসলাম(৩০), হুমায়ন কবির(৪০), আল মামুন(৩৩), কালিগঞ্জ এলাকার কফিল উদ্দিন (৫০),কাজিহাটা এলাকার ইসমাইল(৫০),নাইম(১৮),কদম শহর এলাকার নওশাদ আলী(৭০),কাকন হাটের শহীদ (৫০),প্রেমতলী এলাকার বদিউজ্জামান(৫০), মাহাবুব আলম নিশান(৩৫),রাজু(৩০),দরিয়াপুরের ইউনুস আলীসহ অজ্ঞাত আরও তিন জন।

পাবনার ঈশ্বর্দী এলাকার পিন্টু(৫০),নওগাঁর ধামুইরহাটের নুরুজ্জামান(৪০) এবং ফারুক নামক একজন প্রশাসনিক কর্মকর্তা আহত হয়েছেন।