রাজশাহীতে নিরবে কাটলো শ্রমিকদের ‘মে দিবস’

নিজস্ব প্রতিবেদক:


আজ মহান মে দিবস। এবছর দিবসটি শুধু কাগজে কলমেই পার করলো বিভিন্ন পেশার শ্রমিকরা। দিবসটি উপলক্ষে ছিলো না কোন কর্মসূচি। অনেকটাই নিররে পালিত হলো মে দিবস।


শ্রমিক নেতারা বলছেন- করোনাভাইরাসের সংক্রামন রোধে কারণে এবছর মহান মে দিবসের কোন কর্মসূচি ছিলো না। তাই শ্রমিক নেতাদের সেই অনুযায়ি নির্দেশনাও দেওয়া হয়। তাই সংগঠনের পক্ষ থেকে কোন কর্মসূচি দেওয়া হয়নি।

জানা গেছে- দিনটি উপলক্ষে রাজশাহীতে কোন ধরনের আলোচনাসভা, মিছিল, মানববন্ধন ও দাবি আদায়ে কোন ধরনের কর্মসূচি দিতে দেখা যায়নি। শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীদের করোনাভাইরাসের কারণে মাঠে দেখা যায়নি। তবে কোথাও কোথাও শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শ্রমিক নেতা বলেন, করোনাভাইরাসের সংক্রামন রোধে সব কিছু বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। তবে সংক্রামন রোধে কোন ধারনের সমাগম না করার লক্ষ্যে কোন ধরনের কর্মসূচি রাখা হয়নি। তবে পরিবেশ শান্ত হলে দাবিয়ে আদায়ে আবার মাঠে নামবে বলে জানান তিনি।

স/আ