রাজশাহীতে নিজেরাই করলো কলোনী লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

নিজ উদ্যাগে পুরো এলাকা লকডাউন কররো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুপাইর কলোনীর বাসিন্দারা। করোনা ভাইরাসের সংক্রামন রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তারা বলে জানা গেছে।

স্থানীয় যুবক শ্রী কার্তিক কুমার, সুমন কুমার ও টুকু কুমার জানায়, তাদের এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য এমন উদ্যোগে নিয়েছে তারা। এর ফলে করোনা ভাইরাসের সংক্রামন রোধে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই কলোনীর এক থেকে পাঁচ নম্বর কোয়াটার পর্যন্ত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি কোয়াটারের মেন রাস্তার মুখে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ফলে এই এলাকায় বহিরাগতরা ঢুকতে পারছেনা। এছাড়া স্থানীয়রা সতর্কতার সঙ্গে এলাকায় প্রবশ করছে।

এছাড়া বহিরাগত আত্মায়ী স্বজনদের এলাকায় প্রবেশর বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স/আ