রাজশাহীতে নিউজ-২৪’র নাম ভাঙ্গিয়ে প্রতারণা, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর নাম ভাঙ্গিয়ে রাজশাহীতে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চ্যানেলটির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার নগরীর বোয়ালিয়া থানায় এই জিডি করা হয়।

জিডিতে বলা হয়, মো. শাওন ওরফে শিবলী (৪২) এবং মো. জোবায়ের নামের দুই ব্যক্তি বেশ কিছু দিন ধরে নিউজ-২৪ এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছেন। বিষয়টি জানতে পেরে চ্যানেলটির সাংবাদিক কাজী শাহেদ তাদের ফোন করে সতর্ক করেন। কিন্তু তারপরও তারা তাদের প্রতারণামূলক কার্যক্রম থেকে সরে আসেননি।

একটি ফেসবুক আইডিতে দেয়া পোস্টের মাধ্যমে কাজী শাহেদ জানতে পারেন, প্রতারক শাওন ও জোবায়ের এখনও বিভিন্ন কোচিং সেন্টার মালিকের কাছে কাজী শাহেদ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছেন। তারা নিউজ-২৪ চ্যানেলের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এতে সাংবাদিক কাজী শাহেদ ও নিউজ-২৪ চ্যানেলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে থানায় জিডি করেন কাজী শাহেদ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, সাংবাদিক কাজী শাহেদ থানায় জিডি করেছেন। সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/আর