রাজশাহীতে স্কুল থেকে গ্রেপ্তার হলেন জামায়াতের যেসব নেতা

নিজস্ব প্রতিবেদক:

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজশাহীর টিপু রাজাকারের রায় ঘোষণা হবে। এই রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির  উদ্দেশ্যে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী গোপন বেঠক করছে-এমন গোপন সংবাদ পেয়ে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে অভিযানে পরিচালনা করে ১০জনকে গ্রেপ্তার করে।

বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী মসজিদ মিশন বড়কুটি শাখা হতে গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী হলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাইনুল ইসলাম (৫০), প্রচার সম্পাদক শাহাদাত হোসেন (৪৫), বোয়ালিয়া থানা আমির আমিনুল ইসলাম (৬০), রাজপাড়া নায়েবে আমির কামরুজ্জামান (৪৫),রাজপাড়া থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন (৪১), মহানগরীল সুরা সদস্য সিরাজুল ইসলাম (৪৮), মহানগর জামায়াতের শ্রমীক কল্যাণ সভাপতি আঃ সামাদ (৫০), সদস্য মাহফুজুল্লাহ জহির (৪৭), আরিফিন মৃধা (৩১), এবং তহিদুল ইসলাম (৪৫)।

এছাড়াও ঘটনাস্থল হতে আরো ১০/১২ জন নেতাকর্মী পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স/আর