বুধবার , ২০ ডিসেম্বর ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ধূমকেতু ট্রেন থেকে লাশ উদ্ধার

Paris
ডিসেম্বর ২০, ২০১৭ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ‘ধূমকেতু এক্সপ্রেস’ নামের একটি ট্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি থামলে লাশটি সবার নজরে আসে। পরে রাজশাহী রেলওয়ে থানার পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ময়দান আলী সিল্কসিটি নিউজকে জানান, ট্রেনের ‘ঘ’ এবং ‘ঙ’ বগির বাইরের মাঝামাঝি করিডরে লাশটি পড়ে ছিল। এসময় জনতা দেখে তাদের খবর দেয়। তারা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

তিনি বলেন, অজ্ঞাত ওই নিহত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিলো। তার পরনে ছিল শার্ট এবং লুঙ্গি। বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে।

নিহত ব্যক্তির লাশ পরিচয় জানতে পুলিশের বিভিন্ন দফতরে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর