রাজশাহীতে দুটি পিস্তলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দুটি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে দশটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা তল্লাশি চৌকিতে ঢাকাগামী একতা পরিবহন বাসের যাত্রীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

বিকেলে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রাজশাহী মহানগর গােয়েন্দা পুলিশের উপ -পুলিশ কমিশনার মাে. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( ডিবি ) মাে.আব্দুল্লাহ আল মাসুদের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী একতা পরিবহন বাসে অবৈধ অস্ত্রের চালান যাচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা মােড়ে অবস্থান নেয়। এ সময়  চাঁপাইনবাবগঞ্জের দিক হতে একতা পরিবহন ( ঢাকা মেট্রো – ব – ১৪-৮৮৪০ ) নামে একটি ঢাকাগামী বাস আসলে উক্ত বাস কাশিয়াডাঙ্গা মােড়ের জনৈক মাে. আলী হােসেনের চায়ের দোকানের সামনে রাস্তার বাম পাশে থামান । উক্ত বাসের জি- ৪সিটের আরােহীকে আটক করে জিজ্ঞাসাবাদে তার নিকটে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে ০২ ( দুই ) টি অবৈধ বিদেশী পিস্তল ও ০৪ রাউন্ড গুলিসহ ০২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী বশির আহম্মেদ ( ২২ ) পিতা – মােঃ পাতু মন্ডল , মাতা – মােসাঃ আরিসন বেগম , সাং – বগলাউড়ি ( ডাক্তারপাড়া ), থানা – শিবগঞ্জ , জেলা – চাঁপাইনবাবগঞ্জ। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবত সে ও তার সহযােগীরা অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে । এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন ।

স/আর