রাজশাহীতে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর রাণীবাজর এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে সিটি মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু গ্রুপ ও স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব হাসান এবং লাভলু গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বল কিনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে গত কয়েকদিন আগে মারপিটের ঘটনা ঘটে। এসময় নগরীর রানীবাজার এলাকার মোল্লা অটো নামের একটি দোকানের গ্লাস ভেঙে যায়। এ নিয়ে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু গ্রুপের সঙ্গে স্থানীয়রা বিবাদে জড়িয়ে পড়েন। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে মোল্লা অটোর দোকানে গিয়ে হামলা করে আতিকুর রহমান কালু গ্রুপের সমর্থকরা। এসময় তারা দোকান ভাংচুর ও হাবিবকে মারপিটও করে।

এরপর আহসান হাবিব ও লাভলু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স/আর