বুধবার , ২৫ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে তিন ঘন্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত: সঙ্গে দমকা হাওয়া

Paris
জুলাই ২৫, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চলছে বর্ষাকাল। হঠাৎ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। এ হাওয়ায় ভেঙেছে গাছপাড়া। আর ছিড়েছে নির্বাচনী প্রচারণার কিছু ব্যনার। আজ বুধবার ভোরের দিকে রাজশাহী অঞ্চলের উপর দিকে এই দমকা হাওয়া বয়ে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ  আবদুল মান্নান বলেন, তেমন বাতাস হয়নি। তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৪২ দশমিক ছয়। আর আজ বুধবার ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহী অঞ্চলে।

এদিকে দমকা হাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালের গেটের সামনে একটি কৃষ্ণচুড়ার গাছে ভেঙে পড়ে। এতে রাস্তা বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, ভোরের দিকে হয়ে যাওয়া ঝড়ো হাওয়া গাছটি ভেঙে গেছে। কর্তৃপক্ষের লোকজনে এসে দেখে গেছে। তারা গাছিটি সরানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর