রাজশাহীতে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক:

আজ ১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। হিজরি সাল অনুসারে ১০ মহররমকে আশুরা বলা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।

আশুরা উপলক্ষে রাজশাহীতেও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে নগরীর শিরোইল কলোনী এলাকা থেকে এ মিলিছ বের করা হয়। এছাড়াও নগরীর রেলগেট থেকে এবং উপশহর থেকে পৃথক তিনটি মিছিল বের করা হয়।

রাজশাহী মহানগরীতে সকালে বিশ্ব শহীদ দিবস উদযাপন পরিষদের উদ্যাগ শোক মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় সকলের কণ্ঠে হাই, হাই স্লোগান মুখোরত হয় রাজপথ।

শুধু তাই নয়, এই দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা ৯ ও ১০ মহররম দুই দিন রোজা পালনসহ নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করে থাকেন।

Image may contain: 8 people, people standing

আশুরা উপলক্ষে বাংলাদেশে রোববর সরকারি ছুটি। শিয়া মুসলমানরা দিনটিকে শোক ও মর্সিয়া দিবস হিসেবে পালন করে থাকেন।

 

স/আ