রাজশাহীতে ডিবি’র পৃথক অভিযানে গাঁজা-চোলাইমদসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে আরএমপি ডিবি পুলিশ। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ  সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া মোড়ে দুইজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সে সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সাড়ে ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার টুলটুলি পাড়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন আনু(৪৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকশা নরেন বাজার এলাকার মৃত চাঁদ সিংহের ছেলে শ্রী তাপস সিংহ(২০)।

এদিকে, ডিবির অপর একটি টিম রোবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার বাকীর মোড়ে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় দুইজন ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৪৮) ও মোঃ নাইমুল ইসলামের ছেলে মোঃ রিংকু(৩৫)।

আটককৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

স/অ