রাজশাহীতে ডিবি’র অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৬০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ জানুয়ারি) সকালে কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো. মিনারুল হক(১৯) । সে রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারী পূর্ব পাড়ার জিনারুল হকের ছেলে । শনিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার সকাল ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মো. নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকা হতে আসামী মিনারুল হককে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএইচ/এস