রাজশাহীতে ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে ৩৪৯ মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের উদ্যোগে ৩৪৯টি মোটরযান আইনে মামলা হয়েছে। আজ বুধবার ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে নগরীর বিভিন্ন এলাকায় চেক পোস্টসহ ভ্রাম্যমান আদালতের অভিযানে এই মামলাগুলো দেয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে মোটরযান আইনে ৩৪৯টি মামলা হয়েছে। এ সময় ২০টি মোটরসাইকল ও ১০ টি সিএনজির কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। অন্যদিকে ট্রাফিক সপ্তাহে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া শুধু সাহেবজার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২টি মামলা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি।

স/শা