রাজশাহীতে ট্রাফিক নিয়ম কানুন সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী উপশহর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক নিয়ম কানুন সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বি আর টি এ রাজশাহীর উদ্যোগে বেলা ১১টায় স্কুল হল রুমে লিফলেট বিতরন, রাস্তা পারাপার, রাস্তা চলাচল, ট্রাফিক নিয়ম কানুন সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিডিও চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাস্তা পারাপার, রাস্তা চলাচল ও ট্রাফিক নিয়মকানুনের উপর বিস্তারিত বক্তব্য রাখেন বি আর টি এ রাজশাহীর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিক আলম।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শতাধিক শিক্ষার্থীসহ বি আর টি এ রাজশাহী অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।