শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Paris
নভেম্বর ২৫, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা তিনটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাটোর গুরুদাশপুর উপজেলার বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভীন বেগম, একই উপজেলার কান্তপুর গ্রামের আবু সাঈদের মেয়ে শারমিন আক্তার, একই গ্রামের ইনসান আলীর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫), কাটাখালী পৌর এলাকার রিপনের ছেলে হৃদয় (১৮) ও আরও একজনের পরিচয় জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে সে সিএনজি চালক ছিলেন।।

বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাক্কারুল ইসলাম। তিনি জানান, শনিবার দুপুরে বেলপুকুর বাইপাস এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও সিএনজির যাত্রীরা নিহত হয়েছেন।তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনজন মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সরকারি পালিয়ে গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানান, বেলপুকুরের সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মরদেহ হাসপাতাল এসেছে। মরদেহ গুলো মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা শেষে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর