রাজশাহীতে টিকিট কালোবাজারি ও মাদকসহ আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে টিকিট কালোবাজারির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এসময় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়েছে বলে নির্বাহী মেজিস্ট্রেট শারমিন আক্তার নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, গোদাগাড়ীর মুসলেম উদ্দিনের ছেলে আতাউর রহমান (২২), শিলোইল এলাকার মৃত শেখ মো. ইয়াহিয়ার ছেলে এজাদ হোসেন উজির (৪৫), শিরোইল কলোনী এলাকার আজাদ আলীর ছেলে বাপ্পি (২২), একই এলাকার আবদুল কাদেরের ছেলে রানা (২৮)।

জানা গেছে, এজাদ হোসেন উজির রেলওয়ে শ্রমিক লীগের নেতা। এর আগেও কয়েকবার টিকিটসহ আটক হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এনিয়ে জেলেও ছিলেন তিনি। এ ঘটনায় তাকে চাকরি থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে চাকরিতে আবার যোগদান করেন তিনি।

মেজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, টিকিট কালোবাজারির অভিযোগে চারজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়।

অন্যদিকে, গাঁজাসহ আটককৃত হলেন, গোদাগাড়ীর চাপড়া এলাকার আজগর আলীর স্ত্রী ফিরোজা বেগম (৪৬)। তাকে ৩১ পুরিয়া (৬২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

স/আ