রাজশাহীতে টানা তিন দিন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগের করোনার আক্রমণ শুরু হওয়ার পরে রাজশাহীতেই একের পর এক রোগী শনাক্ত হতে থাকে। বিশেষ করে জেলার পুঠিয়াতে একে একে ৫ জন রোগীর করোনা শনাক্ত হওয়ায় চরম আতঙ্ক নেমে আসে গোটা জেলা জুড়ে। তবে শ্বস্তির বিষয় হলো আজকেসহ তিনদিন ধরে রাজশাহীতে কোনো করোনা আক্রান্ত নতুন রোগী পাওয়া যায়নি। আগের দিন বুধবার রাজশাহী বিভাগের আট জেলার কোথাও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

এর আগেরদিন মঙ্গলবার বিভাগে চাজনের করোনা শনাক্ত হলেও সেদিনও রাজশাহীতে করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবে তার আগে রাজশাহীতে একে একে প্রায় প্রতিদিনই করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে জেলার পুঠিয়াকে হটজোন হিসেবে ধরা হয়। এর বাইরে বাঘা, মোহনপুর ও বাগমারাতে একজন করে রোগী শনাক্ত হয়।

এর মধ্যে বাঘার রোগীকে রাজশাহী আইডি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের বাড়িতেই রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি খাদ্যসহ আনুসঙ্গিক জিনিসপত্রও পৌঁছানো হচ্ছে এসব রোগীদের বাড়িতে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজশাহী বিভাগের আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে রাজশাহী অঞ্ছলের নওগাঁ জেলায় একজনের পজেটিভ পাওয়া যায়। এছাড়াও নতুন করে আজকে আরও ২১০ জনের নমুনা এসেছে রাজশাহীতে। এছাড়াও গতকাল বুধবার পর্যন্ত আরও কিছু নমুনা জমা ছিলো। এসব নমুনার মধ্যে আগামীকাল শুক্রবার আবারো ৯৪ জনের নমুনা পরীক্ষা হবে।

বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেডিক্যাল কলেজের একাধিক সূত্র। এ নিয়ে রাজশাহী ল্যাবে সবমিলিয়ে ২২ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে রাজশাহী অঞ্চলে এখন পর্যন্ত মোট ২১ জনের করোনা শনাক্ত হলো। গত মঙ্গলবার পর্যন্ত ২০ জন ছিলো। আজকে দিয়ে সেটি ২১ জনে দাঁড়ালো। এছাড়াও রাজশাহী ল্যাবে প্রথম করোনা পজেটিভ পাওয়া যায় রংপুরের এক রোগীর। এ নিয়ে রাজশাহীর ল্যাবে করোনা পজিটিভ রোগী পাওয়া গেলো মোট ২২ জনের।

এর মধ্যে রাজশাহী বিভাগের শুধু নাটোর ছাড়া বাকি সাত জেলায় করোনা সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া, মোহনপুর ও বাগমারায় মোট আটজনের করোনা সংক্রমণ দেখা দেয়। পুঠিয়ায় করোনা সংক্রমিত রোগী রয়েছে পাঁচজন।

এর বাইরে জয়পুরহাটে রয়েছে ৩ জন, নওগাঁয় একজন, পাবনায় দুইজন ও সিরাজগঞ্জে একজন করে করোনার রোগী ধরা পড়ে।

তবে বগুড়ায় করোনা পরীক্ষা চালু হওয়ায় গত বুধবার থেকে সেখানে পরীক্ষা হচ্ছে। এর আগের দিন পর্যন্ত এ জেলায় আক্রান্ত ছিলো ৩ তিনজন।

স/আর