রাজশাহীতে জামিন শুনানী হবে অনলাইনে, দুটি ভার্চুয়াল আদালত গঠন

নিজস্ব প্রতিবেদক:
উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাগারে আটক আসামীদের জামিন শুনানির জন্য দুটি ভার্চুয়াল কোর্ট গঠন করা হয়েছে। আইনজীবীগণ ইমেইলে বা mycourt.judiciary.org.bd লিংক ব্যবহার করে জামিনের আবেদন করতে পারবেন।
আবেদন পত্রে কোর্ট ফি লাগিয়ে মামলার নম্বর লিখে তা স্ক্যান করে বা ছবি তুলে প্রেরণ করতে হবে। বিজ্ঞ আইনজীবীকে তার ইমেইল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই সাথে দিতে হবে।
অতঃপর আদালত থেকে অনলাইন শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করে শুনানির জন্য সংশ্লিষ্ট আইনজীবীর ইমেইলে ও মোবাইলে পাঠানো হবে। নির্ধারিত সময়ে উক্ত আইনজীবী ইমেইলে পাঠানো লিংকটিতে ক্লিক করেই ভিডিও কনফারেন্সের শুনানিতে অংশ নিতে পারবেন। জামিন মঞ্জুর হলে বেইলবন্ড স্ক্যান বা ছবি তুলে আদালতে পাঠাতে পারবেন।
প্রক্রিয়াটি জটিল মনে হলেও ইমেইলে আবেদন শুরু করলে ধাপে ধাপে তা এমনেতেই সহজ হয়ে যাবে।
রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ভার্চুয়াল আদালত দুটোর বিস্তারিত তথ্যাদি:
১. ভার্চুয়াল কোর্ট নং – ১
বিচারক : মোঃ আব্দুল্লাহ আল আমিন ভুঁইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। থানা: বাগমারা, দুর্গাপুর, বাঘা ও চারঘাট। ইমেইল : virtualcourt1.cjm.rajshahi@gmail.com, সহায়তাকারী স্টাফের নাম, পদবি ও মোবাইল: এস এম নূরে কামাল, স্টেনোগ্রাফার, ০১৮৩৬- ৯৫৭৭৫১।
২. ভার্চুয়াল কোর্ট নং – ২ বিচারক : মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, থানা: গোদাগাড়ী, তানোর, পুঠিয়া ও মোহনপুর। ইমেইল: virtualcourt2.cjm.rajshahi@gmail.com, সহায়তাকারী স্টাফের নাম, পদবি ও মোবাইল: মোঃ মিজানুর রহমান, স্টেনো টাইপিস্ট, ০১৭৭১-৯০৬২২৯।
স/আর