রাজশাহীতে জাতীয় সানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় সানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্যানিটেশন সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে থাকে। র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর পর সেখানে সঠিক উপায়ে হাত ধোয়া প্রদর্শন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকানুজ্জামান।

এছাড়া এ কর্মসূচিতে রাজশাহী জেলা প্রশাসন, জনস্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।