রাজশাহীতে জমেছে বৃক্ষ মেলা

হারুন-অর-রশিদ:

রাজশাহীর নগর ভবনে জমেছে মাসব্যাপি বৃক্ষ মেলা। মেলায় জমজমাট চলছে বেচা-বিক্রি বলে জানিয়েছেন বিক্রেতারা। মেলার মূল আকর্ষণ স্ট্রবেরি পেয়ারা গাছ।

এছাড়া পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি ফলজ, বনজ, ফুল ও ঔষুধী গাছ। বারি মাল্টা-৪, বার মাসি আম, হাইথেরি পেয়ারা, লিপিস্ট, অর্কিড, এডিনিয়েম ও বট।

এছাড়া মেলায় পাওয়া যাচ্ছে, সকল প্রকার ফল, ফুল ও বনসাই গাছ। আমরুপালি, বারি ফল, ল্যাংড়া, গোপাল ভোগ, ফজলী, পেয়ারা, কাগজি লেবু, লেবু, চেরি, মাল্টা (বারি ফল ১-৪), কমলা, কাঁঠাল, নাসপাতি, আপেল, আঙ্গুর, ডালিম, জাম, জাম্বুরা, বেল, ড্রাগন ফল।

বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে রয়েছে গলাপ, রজনীগন্ধা, টগর, বেলি, ইউফর বিয়া, নয়নতারা, জবা, বকুল। জাত ও আকার ভেদে বিক্রি হচ্ছে গাছগুলো। 

মোল্লা নার্সারীর তৌহিদুল ইসলাম বলেন, মেলায় সকল গাছ পর্যাপ্ত রয়েছে। দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতারা বলছে গাছগুলোর দাম অনেকটাই বেশি।

বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছের পাশাপাশি অফিস ও বাসাবাড়ির শোভাবর্ধনে ক্রেতারা কিনছেন এসব ঝুলন্ত গাছগুলোও। এক্ষেত্রে দাম যতই হোক, সৌখিনতাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। চলতি বছর সব ধরনের গাছের বিক্রি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ক্রেতা ওমর ফারুক তুহিন বলেন, গাছের দাম ঠিক আছে। তবে বিদেশী গাছগুলো বেশি দরে বিক্রি হচ্ছে।

 

স/আ