রাজশাহীতে শ্রেণিকক্ষেই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শ্রেণিকক্ষেই ছুরিকাঘাতে এক স্কুলছাত্র হত্যার শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত ইউসেপ স্কুলে এ খুনের ঘটনা ঘটে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ছাত্রের নাম ইমন (১৪)। সে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে কাশিয়াডাঙা এলাকার সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত নিহতের সহপাঠী রিদয়কে আটক করেছে পুলিশ। সে নগরীর লক্ষীপুর এলাকার আকবর আলীর ছেলে। বর্তমানে রিদয় নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে কথাকাটাকাটির জেরে শ্রেণিকক্ষেই ইমনের পেটে ছুরিকাঘাত করে রিদয়। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো। পরে রাত নয়টার দিকে সে মারা যায়।

পুলিশ আরো জানায়, ছুরিকাঘাতের পরপরই নিহত ইমনের সহপাঠী রিদয়কে স্কুলের শিক্ষকরা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে রিদয় নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মুনসুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী নিয়ে ঘটনা জানতে পারেনি। তবে কথাকাটাকাটির এক পর্যায়ে ইমনের সহপাঠী শ্রেণিকক্ষের ভিতরেই তাকে ছুরি মারে। এতে ইমনের পেটের বাম পাশে কেটে মারাত্মক জখমের সৃষ্টি হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাত ৯টার দিকে ইমন মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

 

স/শা