রাজশাহীতে চার মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:২৯ মিনিটে শুরু প্রায় একঘণ্টার বৃষ্টিতে চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এই বৃষ্টিতে আম, ধান, গমসহ বেশকিছু ফসলের জন্য উপকার হয়েছে বলে জানিয়েছে রাজশাহী কৃষি অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার জানান, বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার হয়েছে রাত সাড়ে ৮টা পর্যন্ত। আকাশে মেঘ আছে; রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ওঠা-নামা করেছে। সাধারণত বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে। তাই রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।