রাজশাহীতে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও নিয়োগ না পাওয়া চাকরিপ্রত্যাশীরা রাজশাহীতে মানববন্ধন করেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের রাজশাহী জেলা শাখার’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের কোটা বিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানান। এ ছাড়া সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা, ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করাসহ আরও বেশকিছু দাবি তুলে ধরেন।

কর্মসূচিতে এতে অন্যদের মধ্যে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মোতালেব হোসেন, জেলার আহ্বায়ক হুমায়ুন কবির আকাশ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।