রাজশাহীতে চলচ্চিত্র উৎসব: চতুর্থ দিনে ‘গেরিলা’ প্রদর্শিত 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০১৯ এর চলচ্চিত্র উৎসব। এ উৎসবের চতুর্থ দিনে আজ রবিবার নগরীর পদ্মা নদীর র্তীরবর্তী পাঠানপাড়াস্থ লালন শাহ মুক্ত মঞ্চে সন্ধ্যায় প্রখ্যাত নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফের বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শিত হয়।

এছাড়াও বিকেলে লিজার্ড কালচারাল একাডেমির পরিবেশনা মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামীকাল সোমবার চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে সন্ধ্যায় বঙ্গবন্ধুর উপরে নির্মিত তথ্য চিত্র ‘এসো হে বঙ্গপিতা’ প্রদর্শিত হবে। এছাড়া সমাপনী দিনে বিকেলে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে, অরণী সাংস্কৃতিক সংসদ। এছাড়াও থাকবে স্থানীয় শিল্পীদের নৃত্যপরিবেশনা ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন , রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও নগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামানিক।

সঞ্চালনা করবেন, চলচ্চিত্র নির্মাতা মাহমুদ হোসেন মাসুদ।

উল্লেখ্য, ‘যতদিন রবে পদ্মা-যমুনা, গৌরী-মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান’ এমনই স্লোগানকে সামনে রেখে ৭ মার্চ হতে রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক এ উৎসব শুরু হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এর আয়োজন করে।

স/অ