রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি

নিজস্ব  প্রতিবেদক:

রাজশাহীতেও চলছে গুড়ি গুড়ি বৃষ্টি। সকাল থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। সকালের দিকে হালকা বৃষ্টি, পরে বেলা সাড়ে ১২টার দিকেও বৃষ্টি হয়।
রাজশাহীর আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে রাজশাহীতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও। যদিও শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে শীত জেকে বসার খবরও পাওয়া গেছে।
গুড়ি গুড়ি বৃষ্টিতে নগর জীবনে তেমন প্রভাব পরেনি। তবে দুপুরের হালকা বৃষ্টিতে যারা বাড়ি থেকে ছাতা ছাড়া বের হয়েছে তারা পরেছে বিপাকে। অনেকই দাড়াতে হয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে।

স/আ