রাজশাহীতে গাছ কেটে পাখি হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের গাছ কেটে শতাধিক পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি কখনও উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করা যায় না। এঘটনার দায় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা কখনো দায় এড়াতে পারে না। পাখি ও গাছ নিধন জীব-বৈচিত্র্যের ওপর একটি বড় ধরনের অশনীসংকেত। এমন নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

সোমবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রামেক হাসপাতালে গাছ কেটে শতাধিক পাখি হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এই দাবি জানান।

রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে- ‘সেফ দি-ন্যাচার এন্ড লাইফ’, ‘রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ’, ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’, ‘বাংলাদেশ জীব-বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিপিএফ’, ‘বাংলাদেশ ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস’, ‘এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন-আই’ এবং ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’ যৌথভাবে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।

বক্তরা আরও বলেন, অর্জুন গাছ কেটে শতাধিক পাখির বাচ্চা হত্যা করা হয়েছে। কিছু পাখির বাচ্চা নিচে পড়ে মারা যায় এবং আহত পাখিগুলো ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়। একদিকে সারাবিশ্বে স্বনামখ্যাত আমাদের এই সবুজ নগরীতে যখন বিভিন্ন পরিবেশবিদরা বৃক্ষরোপণে ব্যস্ত ঠিক তখন বিরল প্রজাতির পাখি নিধন এবং বিরল প্রজাতির গাছ নিধনে মেতে উঠেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে গাছ নিধন ও পাখি হত্যা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। সেখানে আইনকে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ একটা জায়গায় দায়িত্বে থেকে পরিবেশ ধ্বংস করে করছেন হাসপাতাল পরিচালক। এসময় বক্তারা এমন অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ জীববৈচিত্র্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সেভ-দি ন্যাচার এন্ড লাইভ এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজানের এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজশাহী জেলার সভাপতি জামাত খাঁনের সভাপতিত্বে মানববন্ধনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী মহানগর মুক্তিযদ্ধা সেক্টর্স কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। এসময় অন্যদের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ জোট রাজশাহীর আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পিয়ারা, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন-আই এর প্রতিষ্ঠাতা মো. গোলাম নবী রনি, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম হোসেন সাহান, মহিলা নেত্রী রাজশাহী জেলা (বাপা) সহ-সভাপতি সেলিনা বেগম, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যুবনেতা মো. জিতু, প্রভা, সাবেক উপজেলা চেয়ারম্যান সুফিয়া হাসান, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি সামিউল ইসলাম শাওন, ক্ষেতলাল পাখি কলোনি সভাপতি মহাসিনা বেগম, দিনের আলো হিজড়া সংঘ সভাপতি মোহনা, গ্রীন ভয়েস আহ্বায়ক আব্দুর রহিম, ইউনিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি শ্রী অজয় পাল, সামাজিক কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক সম্রাট রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের সামনের দুটি অর্জুন গাছ কেটে ফেলায় ওই গাছে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা যায়। মূলত রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে কয়েক বছর ধরেই আবাস গড়ে তুলেছিল হাজারো শামুকখোল পাখি।

এএইচ/এস