রাজশাহীতে গরিবের ত্রাণে যুক্ত হচ্ছে গুড়া দুধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গরিবের ত্রাণে যুক্ত হচ্ছে গুড়া দুধ। বিশেষ করে গর্ভবতি গরিব মায়েদের জন্য এবং গরিব পরিবারের শিশুদের জন্য এই গুড়া দুধ বিতরণ করা হবে। এরই মধ্যে দুই ৫৩১ প্যাকেট গুড়া দুধ সংগ্রহ করা হয়েছে জেলা প্রশাসকের দপ্তর থেকে। সিরাজগঞ্জের সরকারি ফার্ম  থেকে এই দুধ কেনা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক সিল্কসিটিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের নির্দেশনা মেনে গুড়া দুধ সংগ্রহ করা হয়েছে গরিবদের জন্য। এই দুধ এরই ম্যধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী ‍দুই-একদিনের মধ্যেই গুড়া দুধ বিতরণ শুরু হবে গরিব পরিবারগুলোর মাঝে।

জেলা প্রশাসক হামিদুল আরও বলেন, গুড়া দুধ দেওয়ার দুটি উদ্দেশ্য সফল হবে। একটি হলো গরিব গর্ভবতি মা এবং শিশুদের পুষ্টি নিশ্চিত হবে। অপরটি হলো এই সময়ে দুধ বিক্রি না হওয়ায় অনেক খামারি বিপাকে পড়েছিলেন। এখন তাদের খামার নিয়ে আর চিন্তা করতে হবে না। তারা দুধ বিক্রি করতে পারবেন ন্যায্য মূল্যে দুধ বিক্রিও করতে পারবেন।

স/আর