রাজশাহীতে ‘গবেষণা পদ্ধতি-শিল্পায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্যোগে রাজশাহীতে গবেষণা পদ্ধতি উদ্ভাবন-শিল্পায়নের চ্যালেঞ্জ সমাধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রাজশাহীর বিসিএসআইআর গবেষণাগারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের গবেষণায় বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। দেশজ কাঁচামালের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন সম্ভব হচ্ছে। এ উৎপাদন আরও বাড়াতে গবেষণা কাজ বাড়াতে হবে। এসব পণ্যের ব্যবহার বাড়াতে পারলে দেশিয় পণ্যের ব্যবহারে বাংলাদেশ আরও সমৃদ্ধি লাভ করবে। এ সময় বক্তারা অংশগ্রহণকারীদের প্রত্যেককেই তাদের গবেষণা কাজ বাড়ানোর আহ্বান জানান।

কর্মশালায় বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মনিরুজ্জামান, রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি রোজিটি নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন অধ্যাপক বুলবন ওসমান, বিসিএসআইআর’র সদস্য (উন্নয়ন) মো. গোলাম রব্বানী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিসিএসআইআর’র কর্মকর্তা আয়শা আক্তার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিএসআইআর’র পরিচালক ড. হুসনা পারভীন নূর।

কর্মশালার শুরুতে বিসিএসআইর’র গবেষণা কার্যক্রম ও উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ড. হুসনা পারভীন নূর। পরে অংশগ্রহণকারীরা বিসিএসআইআর’র গবেষণা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, পণ্যের উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
স/শ