রাজশাহীতে কম্পিউটার কাউন্সিলের সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নগরের সিএন্ডবি মোড়ে নানকিং দরবার হলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর ও জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

সেমিনারে বক্তারা সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার আহবান জানান।

 

স/আ