রবিবার , ২৪ নভেম্বর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার, স্কুলের পাঁচটি কক্ষে সহপাঠীদের তালা

Paris
নভেম্বর ২৪, ২০১৯ ২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষার্থী সহপাঠীকে গ্রেফতারের প্রতিবাদে স্কুলের পাঁচটি কক্ষে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহীর তানোর পৌর শহরে চাপড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা সহপাঠীর মুক্তির দাবি জানায়। এনিয়ে ক্লাস বর্জন করে তারা।
বিষয়টি নিশ্চত করে বিদ্যালয়টি প্রধান শিক্ষক জিল্লার রহমান সিল্কসিটিনিউজকে জানায়, শিক্ষার্থী মোমিনুল (১৫) ও আতিক হাসান (১৫) দু’জন এসএসসি পরীক্ষার্থী। তাদের গতকাল শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তাদের জামিনে মুক্তির দাবিতে মোমিনুল ও আতিকের সহপাঠীরা বিদ্যালয়ের পাঁচটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে কাগজপত্র নিয়ে আদালত থেকে জামিন নেওয়া হয়েছে তাদের।
তিনি আরো বলেন, গত বছর স্কুল ছুটির পরে মোমিনুল ও আতিকের সহপাঠীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। ঘটনার পরের দিন স্থানীয়ভাবে মিমাংশ করা হয়। তবুও এনিয়ে প্রতিপক্ষ সাজু ও পরিবার রাজশাহীর কোর্টে মামলা দায়ের করেন। তার পরেও চলতি বছরের গত ৩০ অক্টোবর এনিয়ে স্থানীয় ভাবে মিমাংশায় বসা হয়। মিমাংশার পরে তাদের পুলিশ গ্রেফতার করে।’
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম সিল্কসিটিনিউজকে বলেন, ‘তারা ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশে তাদের গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে আদালতে চালান দেওয়া হয়েছে।’
স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর