রাজশাহীতে এগিয়ে চলেছে ফোর লেন সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ফ্লাইওভারসহ সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ ফোর লেন সংযোগ সড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মিম ভাটা থেকে পূর্বে মেহেরচণ্ডি-মোহনপুর হয়ে নাটোর রোডের ফল গবেষণা কেন্দ্র পর্যন্ত যাবে এ সড়কটি।

শহরের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করতে আগামী ৫০ বছরের উন্নয়ন পরিকল্পনায় ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে চার লেনের এ সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে।

আর ফল গবেষণা কেন্দ্রই পয়েন্টে নির্মাণ করা হবে ২০০ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার। যা রাজশাহীতে প্রথম ফ্লাইওভার। আর এর নির্মাণ-ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি টাকা। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ঠিকাদারী সূত্রে জানা গেছে,  সড়ক নির্মাণের জন্য ৪২ দশমিক ৩ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বিভিন্ন রাস্তার পুরো অংশেই অসংখ্য ডোবা-গর্ত থাকায় ৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ভরাট কাজ করা হয়েছে। আর শুরুতে ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় সড়কের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এখন সেটি আর নেই। বর্তমানে এর কাজ দ্রুত এগিয়ে চলেছে। আসা করছি খুব তাড়াতড়ি কাজ শেখ হবে।

স/অ