রাজশাহীতে এক রাতে দুই খুন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরে ও গোদাগাড়ী থেকে পৃথক দুজনের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে নগরের নওদাপাড়া বাজারে ইসলা নামক অটো গ্যারেজের নাইট গার্ড আনিসুর রহমান নাড়ার (৭০) মরদেহ উদ্ধার করা হয়। আনিসুর রহমান মৃত ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, নওদাপাড়া বাজারে মা হোটেলের পাশে ওয়াসিম নোমান সিফাতের লিজ নেওয়া অটো গ্যারেজে নাইট গার্ড হিসেবে তিনি ছিলেন। তাবে কে বা কারা অটো গ্যাসের মধ্যে প্রবেশ করে হাত-পা বাঁধা অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে। হত্যকারীরা অটো গ্যারেজের মেইন গেটে বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

অন্যদিকে, গোদাগাড়ী প্রতিনিধি-শামসুজ্জোহা বাবু জানান- গোদাগাড়ী উপজেলায় হাত-পা বাঁধা এক মৎস্য চাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকায় পুকুর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই মৎস্য চাষীর সহকারী একজন আহত হয়েছেন।

নিহত মৎস্য চাষী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোঃ মাসুদ (৪২) । আহত সহকারী হলেন একই ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজের ছেলে লিটন (৩৬) ।

তবে পুলিশ ধারণা করছে, রবিবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ওই মৎস্য চাষীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোগ্রাম ইউনিয়নের লালাদিঘী এলাকায় পুকুরের পাড়ে হাত পা বেঁধা মুখে গামছা বাঁধা অবস্থায় মৎস্য চাষী মাসুদের মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। ওই মৎস্য চাষী সাদা টি শার্ট ও লুঙ্গি পরা ছিল। মাছ ধরা জাল দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে ও গলায় গামছা পেঁচানো ছিল।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান, পুকুরের পাড়ে একটি টিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ধারণা করা হচ্ছে, গতকাল রবিবার রাতের কোনো একসময় ওই মৎস্য চাষীকে দুর্বৃত্তরা হত্যা করে ওই স্থানে তার মরদেহ ফেলে রেখে যায়।

স/আ