রাজশাহীতে একদিনে রেকর্ড ১২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে একদিনে রেকর্ড ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিন দুই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে এ তথ্য পাওয়া যায়। যার মধ্যে নগরীরই হলো ১০০ জন। অর্থাৎ করোনা একদিনেিএবার সেঞ্চুরি করলো সংক্রমণের দিক থেকে। ফলে এ নিয়ে রাজশাহীতে মোট করোনা সংক্রমণ গিয়ে ঠেকলো ৯১৪ জনে। এটি ল্যাব থেকে প্রাপ্ত তথ্য। তবে সিভিল সার্জনের অফিস থেকে পাঠানো তথ্যের সঙ্গে এর গড়মিল হতে পারে।

ল্যাবের তথ্যে আরও জানা যায়. এ নিয়ে রাজশাহী নগরীতেই করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪০ জন। আর নগরীর বাইরে সংক্রমিত সংখ্যা দাঁড়ালো ২৭৪ জন।

গতকাল রামেক ল্যাবে নগরীল ৪৬ জন এবং পবায় করোনা সংক্রমণের সংখ্যা ছিলো ২৯ জন। আর রামেক হাসপাতাল ল্যাবে করোনা শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৪ জন। যার সবগুলোই নগরীর বাসিন্দা হিসেবে উল্লেখ রয়েছে। তরে এর মধ্যে কিছু রোগীও আছেন। যারা রাজশাহীর বাইরে থেকে আসা। এ কারণে এ তথ্যের গড়মিল হতে পারে। তবে গড়মিল হলেও এটিই এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হওয়া তথ্য। যা এর আগে একদেন িএতো পরিমাণ রোগী শনাক্ত হয়নি রাজশাহীতে।

স/আর