রাজশাহীতে এইচএসসিতে পাসের হার ৬৬. ৫১

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫১ । এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৩৮ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আনোয়ারুল হক প্রামাণিক।

এই শিক্ষাবোর্ডে ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৪০ ও ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৯।  জিপিএ-৫ এ ছাত্ররা দুই হাজার ২৩৪ জন। আর ছাত্রীরা এক হাজার ৯০৪ জন শিক্ষার্থী।  

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিদর্শক দেবাশীস রঞ্জন রায়, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপ সচিব ওয়ালিদ হোসেন, উপ কলেজ পরিদর্শক মঞ্জুর রহমান খান, উপ পরিসংখ্যা লিটন সরকার প্রমুখ।

উল্লেখ্য, এ বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ৫৮৬ জন। ২ এপ্রিল এবার পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হবে।

স/আ