রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কাল মঙ্গলবার ঈদ-উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

তবে আবহাওয়া বিরূপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ) দরগাহ মসজিদে।

নামাজে ইমামতি করবেন শাহ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী। সহকারী ইমাম থাকবেন হেতমখাঁ বড় মসজিদের ইমাম মুফতি মালানা ইয়াকুব আলী। বয়ান করবেন জামিয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হক।

 

প্রধান জামাতে ইকামত দিবেন মুফতি কারী রেজাউল করিম। মাওলানা শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

একই সময় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল ৮টায়।

 

রাজশাহী মহানগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে ৮টায়, হাজি লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে ৮টায়, বুলনপুর ঈদগাহ মাঠে সোয়া ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে সাড়ে ৭টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহ ময়দানে সোয়া ৮টায়।

 

মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে ৮টায়, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দানে ৮টায়, রায়পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।

 

নগরীর ডিঙ্গাডোবা ঈদগাহে ৮টায়, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহে ৮টায়, কাশিয়াডাঙ্গা ঈদগাহ ও বড় আমগাছি পশ্চিমপাড়া ঈদগাহে ৮টায়, মেহেরচণ্ডি বুথপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে সাড়ে ৮টায়, কাজলা ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহে মাঠ, ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহ সপুরা শাহী জামে মসজিদ ও ফিরোজাবাদ ঈদগাহে সোয়া ৮টায়, আমচত্বর আহলে হাদীস মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ-উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

 

রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহে ৮টায়, শালবাগান সিঅ্যান্ডবি মাঠ ৮টায়, ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, আসাম কলোনি বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, মোল্লাপাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, রাজশাহী রিমডেলিং রেল স্টেশন চত্বরে সকাল ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ সাড়ে ৮টায়।

 

নগরীর খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহে ৮টায়, জাহাজঘাট মোড় ঈদগাহে সাড়ে ৮টায়, পাঁচানী ঈদগাহে ৮টায়, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদে সাড়ে ৮টায়, শহীদবাগ জামে মসজিদে ৮টায়, কয়েরদাড়া ঈদগাহে ৮টায়, মালদা কলোনি ঈদগাহে সাড়ে ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ ৮টায়।

 

স/আর