রাজশাহীতে আরও সাতজনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক:

একদিনে আরও সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে রাজশাহীতে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় করোনার দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সাতজনের পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে রাজশাহীতে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬২৮ জন।গতকাল সকাল পর্যন্ত যেটি ছিলো ৫৬২১। 

রাজশাহীর চিকিৎসকরা বলছেন, শীতজীনত রোগ এমনিতেই এই সময়ে বৃদ্ধি পাই। এরই মধ্যে করোনার দাপট চলছেই। ফলে রোগীও বাড়ছে হাসপাতালে। আবার করোনা নিয়ে সচেতনতাও কমেছে সাধারণ মানুষের মাঝে। ফলে এই রোগটি ধিরে ধিরে আবার বাড়তে শুরু করেছে বলে মনে করছেন ভিশেষজ্ঞরা।

রাজশাহী জেলা সিভিল সার্জন এনামুল হক জানান, গত সোমবার (৭ ডিসেম্বর) পর্যন্ত রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫৬১০ জন। আগেরদিন রবিবার ছিলো ৫৬০৪ জন। সেখানে আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে ৫৬২৮ জন। এর মধ্যে মারা গেছে ৫৩ জন। এর মধ্যে শহরের বাইরে মারা গেছেন ২১ জন। বাকি ৩২ জন নগরীর বাসিন্দা

আক্রান্তের মধ্যে শহরে আক্রান্ত দ্বিগুনেরও বেশি। এখানে মোট আক্রান্ত ৪১৯১ জন। অথচ শহরের বাইরে নয় উপজেলা মিলে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১৪৩৭ জন।

/আর