রাজশাহীতে ‘আমরা বাগমারাবাসি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে বসবাসকারী বাগমারা বাসীদের সংগঠন ‘আমরা বাগমারাবাসি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর রাজশাহীর ‘শহীদ এএইচএম কামারুজ্জান কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে’ এ বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় সাড়ে ৫০০ সুধীজন উপস্থিত ছিলেন। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও আলোচনাসভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ বনভোজন।

অনুষ্ঠানের আহবায়ক ও রাবির ফিসারিজ বিভাগের প্রফেসর ড: মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, বাগমারার সাবেক এমপি আবদুল গফুর।

এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজদ, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান।

বক্তব্য দেন মোহনগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার, রাজশাহী বার সমিতির সভাপতি এডভোকেট লোকমান আলী, রাবি শিক্ষক, ড. মো. জালাল উদ্দীন, রাজশাহী মেডিকেলের সচিব জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের সাবেক এজিএম সোলাইমান আলী, রাজশাহী সরকারী সিটি কলেজের শিক্ষক আজিজুর রহমান, রাজশাহী কলেজের প্রফেসর তাজুল ইসলাম, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, শিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ শফিকুর রহমান, গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু প্রমুখ।

পরে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।