রাজশাহীতে আনসার আল ইসলামের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এরা সবাই গত বছরের ৩০ জুন দায়েরকৃত একটি নাশকতা মামলার পলতাক আসামি।

গ্রেফতারকৃতরা হলেন, পুঠিয়ার ভড়ুয়াপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), কাজিরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে ইনতাজ আলী (২৯), বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মমিনুর রহমান ওরফে নিরব (২২) ও নরসিংদী জেলার শিবপুর থানার তেলিকান্দা গ্রামের শাহজাহান শেখের ছেলে ইয়াছিন মিয়া (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন কাপাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বেলপুকুর থানার মামলা নং-১৩ তারিখ ৩০/০৬/২০১৯ ইং ধারা সস্ত্রাস বিরোধি আইন ২০০৯ (সংশোধনী) ৬(২)/৮/৯/১০/১২/১৩ মামলার পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য আরিফ ও ইনতাজ আলীকে গ্রেফতার করে।

অপরদিকে, কাটাখালী থানাধীন আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর সক্রিয় সদস্য মমিনুর রহমান ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করা হয়।

এসময় উভয় অভিযানে তাদের নিকট থেকে উগ্রবাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

স/অ