রাজশাহীতে অ্যাম্বুলেন্স চালকে পেটোলো পথচারী: আহত তিন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অ্যাম্বুলেন্স চালক ও শিশু যাত্রীকে পেটোলো পথচারী। এই ঘটনায় তিনজন আহত হয়। আজ রোববার দুপুর একটার দিকে রাজশাহী নগরীর সাহেবজার জিরোপয়েন্ট এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক সেন্টু (৩৪)। তিনি নগরীর একটি বেসরকারী হাসপাতালে কর্মরত। এছাড়া নগরীর মাশকাটাদিঘী এলাকার সানাউল্লাহ ছেলে। নগরীর উপকণ্ঠ কুখন্ডী বুধপাড়া এলাকার শিশু শোভা (৭)। শোভা নগরীর মির্জাপুর স্কুলের প্রথম শ্রেণির শির্ক্ষার্থী ও সিটি কলেজ এলাকার রুপোষ (২৪) বলে কাপড়ের দোকানী জাহিদ হাসানা জানায়।

জাহিদ হাসানা সিল্কসিটিনিউজকে জানায়, অ্যাম্বুলেন্সটি মনিচত্বর এলাকার দিক থেকে আসছিলো। এসময় শহরের জিরোপয়েন্ট এলাকায় আসলে পথচারী রুপোষের সঙ্গে বেধে যায়। এসময় রুপোষ অ্যাম্বুলেন্স চালকে অকুথ্য ভাষা গালাগালি করে।

এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে করে ওই শিশুসহ তারা দুইজনে আহত হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি সমাধান করে দিলে ওই পথচারী ও অ্যাম্বুলেন্স চলে যায়।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ সিল্কসিটিনিউজকে বলেন, তিনি মিটিং ছিলেন বলে জানান।

 

স/আ