রাজশাহীতে অসুস্থ গরু জবাই করে বিক্রির অপরাধে একজনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অসুস্থ গরু জবাই করে বিক্রয়ের অপরাধে এক জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আজ রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহা. ঈসমাইল এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহা. ঈসমাইল জানান, নগরীর পাঠানপাড়া এলাকার মাংস ব্যবসায়ী আব্দুস সাত্তার হাজীর ছোট ছেলে আবু তালহা সিটি করপোরেশন এর অনুমতি ও পরীক্ষা ছাড়াই অসুস্থ গরু জবাই করে রাজশাহীর তাহেরপুর উপজেলার বাজারে বিক্র‍য় করছিলেন। কোন অনুমোদন না থাকায় মাংস বিক্রির অভিযোগে প্রসিকিউশন দাখিল করা হয়। প্রসিকিউশনের ভিত্তিতে আব্দুস সাত্তারের বাড়ি পাঠানপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তার বাসার ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত মাংশ জব্দ করে ভ্রাম্যমান আদালত ৷

পরে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন লংঘনের অভিযোগে আবু তালহাকে ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে সতর্ক করে দেয়া হয়েছে এবং জব্দ করা মাংস গুলো মাটিতে পুতে দেয়া হয়েছে বলেও জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

স/শা